Saturday, March 26, 2016

আদিশূর ও বল্লাল সেন

বিজ্ঞাপন

 
গত ১৮৬৫ খৃষ্টাব্দের এসিয়াটিক জারনেলে ১ম অংশের ৩য় খণ্ডে ডাক্তার রাজেন্দ্র লাল মিত্র বাহাদুর ‘বঙ্গীয় সেনরাজা’ শিরোনামে একটা প্রবন্ধ মুদ্রিত করেন । তাহাতে সেনবংশীয়ের ক্ষত্রিয় ছিলেন প্রতিপন্ন করিয়াছেন। এই মতের কতকগুলি বিরোধী প্রমাণ বিদ্যমান আছে, আমি তৎসমুদয় সংগ্ৰহ করিয়া সেন রাজাদিগের ইতিহাস, সহিত এই ক্ষুদ্র প্রবন্ধ প্রকাশ করিলাম। যে তত্ত্ব ইতিহাস সীমার অতীত, তাহার আবিষ্করণ অতিশয় দূরুহ ব্যাপার। আমার এই প্রবন্ধে হয়ত কোন কোন বিষয়ে প্রমাদ লক্ষিত হইতে পারে, সহৃদয় পাঠকবর্গ তৎসমুদয় প্রদর্শন করিলে উপকৃত হইব। অপিচ পাঠকবর্গের কৌতুহল নিবারণ জন্য এই পুস্তকের পরিশিষ্টে দুষ্প্রাপ্য তাম্রশাসনাদির অবিকল অমুলিপি প্রদান করিলাম। পাঠকবর্গ এই পুস্তক, খানি আদ্যোপাস্ত পাঠ করিলেই পরিশ্রম সফল বিবেচনা করিব।

পরিশেষে কৃতজ্ঞতার সহিত প্রকাশ করিতেছি যে ত্রযুক্ত অভয়াননা কবিরত্ন মহাশয় অনুগ্রহ করিয়া হরিবংশ এবং ভাগবত হইতে প্রমাণ সংগ্ৰহ করিয়া দিয়াছেন । এবং এই পুস্তকমুদ্রাঙ্কণ সময়ে যাহারা আমাকে বিশেষ সাহায্য করিয়াছেন, তাহাদিগকে সকৃতজ্ঞচিত্তে ধন্যবাদ প্রদান করিতেছি ।

ষাটীঘর,
বৈশাখ ১২৮৪ ।

শ্ৰীপাৰ্ব্বতীশঙ্কর রায়চৌধুরী


প্রথম অধ্যায়

মুল প্রবন্ধ: On the Sena Rajas of Bengal, ডাউনলোড।
 

No comments:

Post a Comment